মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবি ও ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রফিকুল ইসলাম রফিক (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

রোববার (৯ই মার্চ) বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় হত্যায় জড়িত থাকার ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা দর্শনা থানার হুলিয়ামারী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিমুজ্জামান সাগর (৪৩), গিরিশনগর গ্রামের আব্দুল খালেক ত্রিপুরার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫০), এবং গিরিশনগর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আছের উদ্দিন মান্দার (৪২)।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টায় টিসিবি, ভিজিএফ, খাদ্যবান্ধব চাউলসহ বিভিন্ন সাহায্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম (৪৮) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫