
		চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে টিসিবি ও ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রফিকুল ইসলাম রফিক (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
রোববার (৯ই মার্চ) বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় হত্যায় জড়িত থাকার ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা দর্শনা থানার হুলিয়ামারী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিমুজ্জামান সাগর (৪৩), গিরিশনগর গ্রামের আব্দুল খালেক ত্রিপুরার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫০), এবং গিরিশনগর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আছের উদ্দিন মান্দার (৪২)।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টায় টিসিবি, ভিজিএফ, খাদ্যবান্ধব চাউলসহ বিভিন্ন সাহায্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম (৪৮) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন