
		খুলনা সংবাদদাতা: খুলনায় পরিত্যক্ত প্লাস্টিক ও বর্জ্য দিয়ে তরল জ্বালানী ও জৈব সার উৎপাদন কারখানা আড়াই বছরেও আলোর মুখ দেখেনি। জৈব সার ইউনিটের কাজ ২০২৩ সালের জানুয়ারিতে শেষ হলেও এখনও উৎপাদনে যায়নি। এদিকে, এই প্রকল্প খুব বেশি সুফল বয়ে আনবে না বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনার রূপসা নদীর তীরে বটিয়াঘাটায় বর্জ্য ও পরিত্যক্ত প্লাস্টিক থেকে তরল জ্বালানি ও জৈব সার উৎপাদনের জন্য আড়াই বছর আগে এই প্রকল্প হাতে নেয় সিটি করপোরেশন। পরিবেশ অধিদপ্তরের ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল’ প্রকল্প এটি বাস্তবায়নের কথা ছিলো।কিছু লোকবল কাজ করলেও প্রকল্পটি এখনও চালু হয়নি। সেখানে কর্মরত শ্রমিকরা জানালেন, শহর থেকে বর্জ্য সংগ্রহের পর বাছাই করে পলিথিন ও অন্যান্য বর্জ্য আলাদা করছেন তারা। প্রকল্প ব্যবস্থাপক মো: ইউসুফ জানালেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জৈব সার বাজারজাত করতে পারবে। তবে, সচেতন মহল মনে করছে এই প্রকল্পটি খুব বেশি সুফল বয়ে আনবেনা। খুলনা নাগরিক সমাজ ও খুলনা সমন্বয়কারি পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মো. বাবুল হাওলাদার পলিথিনের উৎপাদন বন্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান। প্রকল্পটি বাস্তবায়ন হলে দৈনিক বর্জ্য থেকে ২০ মেট্রিক টন জৈব সার এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে ৫০০ লিটার তরল জ্বালানি উৎপাদন হওয়ার কথা। সেই সাথে এই প্ল্যান্টে দূষিত পানি পরিশোধন করে ব্যবহার উপযোগী করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন