মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাগেরহাট বাস টার্মিনালের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০২:৫৫ এএম

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটবাসীর জনভোগান্তির আরেক নাম কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রায় দুই দশক ধরে সংস্কার না হওয়ায় টার্মিনালটির এখন বেহাল অবস্থা। ফলে ভোগান্তির শিকার হচ্ছে টার্মিনালের বাসযাত্রীরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত টার্মিনালটি আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাগেরহাট জেলায় ২০০৪ সালে দুই একর জমির উপর নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। জেলার অভ্যন্তরীণ ৮টি রুটে ৩ শতাধিক বাস-মিনিবাস চলাচল করে এই টার্মিনাল দিয়ে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল-বরগুনাসহ আন্তঃজেলায় প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার যাত্রী নিয়ে যাতায়াত করছে বহু বাস।

তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় টার্মিনালটির এখন বেহাল অবস্থা। অধিকাংশ দূরপাল্লার বাস পার্কিং করা হয় রাস্তার পাশে, কাউন্টার ও টার্মিনালের বাইরে। যাত্রীদের ওঠানামা করানো হয় প্রধান সড়কেই। যাত্রীদের বসার জন্য নেই কোন বিশ্রামাগার, নেই টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

একদিকে, বৃষ্টি হলেই টার্মিনালের ভেতরে ও আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে চোর ও নেশাখদদের অভয়ারণ্যে পরিণত হয় পুরো বাস টার্মিনাল। ফলে চালক ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

বাস টার্মিনালটি সম্প্রসারণ ও সংস্কার করার জন্য আরো ৩ একর জমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানালেন বাগেরহাট পৌরসভার সহকারি প্রকৌশলী মো. রিজভী হোসেন।

দ্রুত বাস টার্মিনালটি সংস্কার করে যাত্রীদের সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫