
		মাগুরা সংবাদদাতা : মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলো মারুফ হোসেন, রবিউল ইসলাম লিথন ও আশিকুর রহমান অক্ষর।
তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১০ রাউন্ড গুলি, ৮টি হাত বোমা, ১টি ধারালো চাপাতি, ২টি দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র গুলি উদ্ধার করে। পরে আসামীদের অস্ত্রসহ মাগুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন