
		খুলনা প্রতিনিধি: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে খুলনায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার (২২ই মার্চ) রাত ৮টায় নগরীর শিববাড়ী মোড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এর আগে রাত সাড়ে সাতটার দিকে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা ও বৈষম্য বিরোধী ছাত্ররা সমবেত হয় শিববাড়ী মোড়ে। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করে। জাতীয় নাগরিক পার্টির কর্মীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি সিটিইনের সামনে দিয়ে পনুরায় শিববাড়ী মোড়ে এসে শেষ হয়।
এ সময় এক সমাবেশের আয়োজন করে এনসিপির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন আহমেদ হামিম রাহাত, সাজেদুল ইসলাম বাপ্পি, রমজান আলী সহ জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
মন্তব্য করুন