
পটুয়াখালী সংবাদদাতা: মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায় বিপদে ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে ভুলে যায়।
সোমবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে গণঅধিকার পরিষদ আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে।
নুর বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি বিভেদ থেকেই যায়, তাহলে সেটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ-আলমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে গণঅধিকার পরিষদের করণীয় নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন