
		বরগুনা সংবাদদাতা: বরগুনায় সনদ জাল করে দীর্ঘ দশ বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক পদে কাজ করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সার্টিফিকেটের মূল মালিক ইতিমধ্যে লিখিত অভিযোগও দিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তরে। এ বিষয়ে তদন্ত করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
বরগুনার বামনা উপজেলার শিপ্রা সরকার। দীর্ঘ দশ বছর ধরে চাকরি করছেন ডৌয়াতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য কেন্দ্রে। তার বিরুদ্ধে অভিযোগ শিক্ষা সনদ জালিয়াতি করে স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরি করছেন।
গেল ১০ জানুয়ারি সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে সার্টিফিকেটের মূল মালিক দাবি করা সমাপ্তি বিশ্বাস। অভিযোগে উল্লেখ করা হয় সার্টিফিকেটে শিক্ষার্থী এবং বাবার নাম পরিবর্তন করা হয়েছে। তবে বাকিসব তথ্য ঠিক রাখা হয়েছে।
শিপ্রা সরকারের এসব জালিয়াতি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গনমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শিপ্রা সরকার নিয়মিত অফিস না করলেও মাঝে মধ্যে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান।
এদিকে, এ বিষয়ে জানতে শিপ্রা সরকারের সাথে কথা বলতে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল ধরেন নি। তবে, একই ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্রে নৈশপ্রহরীর দায়িত্বে থাকা তার স্বামী তপন সরকার এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে খোঁজ নিতে বলেন।
এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বরগুনার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ। তিনি প্রতিবেদককে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।
২০১৪ সালের ১০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরিতে যোগদান করেন অভিযুক্ত শিপ্রা সরকার ।
মন্তব্য করুন