
		অনলাইন ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের বিভিন্নস্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার ভয়াবহতা তুলে ধরে বলেন, এ দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং জাতির জন্য আত্মত্যাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাগুরার নোমানী ময়দানে শহীদ মুত্তিযুদ্ধের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মীনা মাহমুদাসহ বিভিন্ন শ্রেশি পেশার মানুষ। এরপর গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন