
		মাগুরা সংবাদদাতা: মাগুরায় ধর্ষিত ও নির্যাতনে মৃত স্কুল ছাত্রী আছিয়ার পরিবারকে জামায়াতের আমিরের পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের বাড়িতে জামায়াতের একটি প্রতিনিধিদল যায় ।
প্রতিনিধি দলে ছিলেন, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারি অধ্যাপত সাইদ আহমেদ বাচ্চু , অফিস সম্পাদক মো. খায়রল ইসলাম,শ্রীপুর জামায়াতের সাবেক আমির মো. সাইফুল্লাহ , শ্রীপুর উপজেরা সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
এই সময় মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের আমীরে জামায়াতের পক্ষ থেকে আছিয়ার পরিবারের জন্য ঈদ সামগ্রী প্রদান করেন। এসময় মৃত আছিয়ার ছোট ভাইয়ের লেখাপাড়া,থাকা থাওয়ার খরচ সংগঠন বহন করবে বলে জানান প্রতিনিধিদলটি।
মন্তব্য করুন