
		মাগুরা সংবাদদাতা: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষিত ও নির্যাতনে মৃত তৃতীয় শ্রেনীর ছাত্রী ৮ বছরের শিশু আছিয়ার বাড়িতে ঈদেও শোকের আবহ চলছে। পরিবারের সদস্য , আত্মীয় স্বজন ও গ্রামবাসী ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবী জানিয়েছে।
এদিকে মাগুরার নিজন্দুয়ালী গ্রামে ধর্ষক হিটু শেখের বাড়ি ক্ষুদ্ধ জনতা পুড়িয়ে ও ভেঙ্গে দিয়েছে। এখন যারা তার ভাঙ্গা বাড়ি দেখতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে ভাঙ্গা বাড়ীতে ইট নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করতে দেখা গেছে। পুলিশ সুপার মীনা মাহমুদা জানিয়েছেন এই মামলার সব আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, এই ঘটনায় ভিকটিমের মা আয়েশা বেগম বাদী হয়ে ৪জন আসামী করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন শিশুটির দুলাভাই সজিব শেখ , তার বড় ভাই রাতুল শেখ, সজিব শেখের বাবা হিটু শেখ এবং সজিবের মা জাহেদা খাতুন। ৪ জনই গ্রেফতার হয়েছে। এর মধ্যে প্রধান আসামী হিটু শেখ ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় একটি ধর্ষিত হয়। স্কুল ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে এসে এই ঘটনার শিকার হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরো অবনতি হলে পাঠানো হয় ঢাকায়। পরে সিএমএইচ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মন্তব্য করুন