
		বরিশাল সংবাদদাতা: ঈদ শেষে রাজধানীমুখী পরিবহনে যাত্রী হয়রানী বন্ধ ও নিরাপদ সড়ক নিশ্চিতে বরিশাল নগরীর বাস টার্মিনালগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ।
বৃহস্পতিবার সকালে নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম ও বিআরটিএর মোটরযান পরিদর্শক দেবাশীষ বিশ্বাস।
এসময়ে রূপাতলী বাস কাউন্টার থেকে নেয়ামতি ও দশমিনার বাস যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা দেয়া হয়। প্রতিটি বাস কাউন্টারে সরকারি বাস ভাড়ার মূল্য তালিকা টানিয়ে দেওয়া হয়।
অপরদিকে নথুল্লাবাদ বাস টার্মিনালে ফিটনেসবিহীন একটি বাস আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ।
মন্তব্য করুন