
অনলাইন ডেস্ক: বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ৪-ভি মোটরসাইকেল যোগে রাসেল এবং জাহিদ নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। এ সময় নম্বরবিহীন প্রাইভেটকার ওই মোটরসাইকেলটির পিছনে সজোরে ধাক্কা দিয়ে বেনাপোলের পথে দ্রুতগতিতে পালিয়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। খবর শুনে হাইওয়ে থানা ও শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
মন্তব্য করুন