
		পঞ্চগড় সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর চালুর প্রথম দিনেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু।গতকালি রোববার (৬ই এপ্রিল) বিকেলে আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ। এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ই এপ্রিল পর্যন্ত ২ হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ নামের দুইটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রপ্তানি করে। এরমধ্যে থিংকস টু সাপ্লাইযয়ের ছিল ১৪৭ মেট্রিক টন আলু ও স্বাধীন এন্টার প্রাইজের ছিল ১০৫ টন আলু।
মন্তব্য করুন