
		চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (১১ এপ্রিল )সকালে মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, আজ শুক্রবার সকালে বাজারের নবীর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে ফার্মেসী, হার্ডওয়ার, মুদি দোকান, ফলের দোকানসহ ১৭টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন