মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজবাড়ীর শীর্ষ ডাকাত বোমা খোরশেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৯)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ডাকাতির ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শামিমা পারভীন। তিনি জানান, ২৬ নভেম্বর ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি মামলাতেই ডাকাতি ও অস্ত্র ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তে জানা যায়, খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব ডাকাতি করে।

গত ১২ এপ্রিল বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০,০০০ টাকা, ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে উক্ত ডাকাত চক্রের আরও ৬ সদস্য গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫