
		ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে লবণ কারখানার ফেলে দেয়া উচ্ছিষ্ট থেকে লবন উৎপাদন করে সাড়া ফেলেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তি। জেলার ধানসিঁড়ি এলাকায় উৎপাদিত এই লবণ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তার দেখা দেখি এই পেশায় আগ্রহী হচ্ছেন অনেকে। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।
ঝালকাঠিতে অভিনব পদ্ধতিতে হচ্ছে লবণ চাষ। জেলার ধানসিড়ি ইউনিয়নের গাবখানে লবণ কারখানার ফেলে দেয়া উচ্ছিষ্ট থেকে সূর্যের আলো ব্যবহার করে তৈরি হচ্ছে এই লবণ।
এই পদ্ধতি অনুসরণ করে লবণ চাষের উদ্যোক্তা মিজানুর রহমান। দুই বছর আগে আবু হানিফ নামে একজনকে নিয়ে শুরু করেন এই কাজ। প্রথমে তিনশো শতাংশ জমি লিজ নিয়ে লবন চাষ শুরু করেন। এখন উৎপাদন ও পরিচিতি বেড়েছে।
গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই লবণ। লাভজনক হওয়ায় এ পদ্ধতিতে লবন চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা।
লবণ চাষ বাড়াতে চাষীদের পৃষ্ঠপোষকতা দেয়ার কথা জানালেন বিসিক কর্মকর্তা আল আমিন
গাবখান বাউকাঠি এলাকায় লবণ চাষে কর্মসংস্থান হয়েছে শতাধিক লোকের।
মন্তব্য করুন