মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পারভেজের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম

নিজস্ব সংবাদদাতা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়গাছা নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হেলাল, জেলা ছাত্রদলে সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ সংগঠনের নেতা ও সাধারণ ছাত্র-ছাত্রীরা।

এ সময় বক্তারা জানান, পারভেজের হত্যাকারীরা যে দলেরই হোক, দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

অপরদিকে, একই দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় পারভেজ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান তারা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকান্ড ছাত্রদল মেনে নেবে না উল্লেখ করে নেতারা বলেন, দ্রুত পারভেজ হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫