
		মাগুরা সংবাদদাতা: মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন স্বাক্ষ্য দেন মামলার বাদী আছিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও ভ্যান চালক রুবেল। মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ৩৭ জনকে পর্যায়ক্রমে সাক্ষ্য গ্রহণ করা হবে।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়ার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলার স্বাক্ষী ৩৬ জন এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়া হবে। প্রথম দিন ৩জন স্বাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলী মনিরুল ইসলাম মুকুল তাদের জেরা করেন।
গত ৬ মার্চ মাগুরা ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এরপর কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আছিয়া। পরে এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা হয়।
মন্তব্য করুন