
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলের পাল পাড়ার মাটির তৈরি পণ্য এখন দেশের গন্ডি পেড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের বাজারগুলোতে এই পণ্যের কদর দিন দিন বাড়ছে। তবে সরকারিভাবে মৃৎ শিল্পের উন্নয়নে সহযোগিতা করলে বিশ্ব বাজারে বাংলাদেশি এই পণ্যের ভালো সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা।
বাজারে প্লাস্টিক ও সিলভার পণ্যের রাজত্বে সারা দেশের মৃৎ শিল্পীরা যখন সংকটের মধ্যে, তখন পটুয়াখালীর বাউফলের পাল পাড়ার চিত্র ভিন্ন। এই এলাকার কয়েকশ পরিবার এই মাটির পণ্য তৈরি করে সমৃদ্ধি ও স্বচ্ছলতায় জীবনযাপন করছেন। এখানকার মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র এখন দেশের গন্ডি পেরিয়ে সিঙ্গাপুর, জাপান, ভারত, মালয়শিয়াসহ এশিয়ার ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
এক সময়ে সোপিস কিংবা ফুলের টবের মত পণ্য তৈরি করলেও বর্তমানে প্লেট, গ্লাস,বাটি,চায়ের কাপ থেকে শুরু করে ডিনার সেট’র মত নিত্য প্রয়োজনীয় ১০৮ ধরনের পাত্র তৈরি হচ্ছে। নান্দনিক গঠন আর হাতের কারুকাজে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই পণ্য।
সমৃদ্ধ এই শিল্পের উন্নয়নে সমস্যা সমাধানের পাশপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
গত কয়েক দশকে দেশের দক্ষিণ উপকূলে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই শিল্প এখন সারাদেশে পরিচিতি লাভ করেছে।
মন্তব্য করুন