
		ঝিনাইদহ সংবাদাদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৫ মে) সকালে উপজেলার শাহপুর-ঘিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, মহেশপুর শহর থেকে মোটরসাইকেলে কালীগঞ্জ শহরের দিকে আসছিল জাহাঙ্গীর। শাহপুর-ঘিঘাটি এলাকায় পৌঁছালে ট্রাক চাপা দিলে জাহাঙ্গীর রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন