
খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় তিনমাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানান তারা। পাশাপাশি কুয়েটের ঘটনার জড়িতদের বিচারের দাবিও জানান।
কুয়েটে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া ও অনিয়মতান্ত্রিকভাবে ভিসি ও প্রোভিসি অপসরাণ করায় ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি।
মন্তব্য করুন