মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশের জন্য সর্বদা সুসংহত বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:৪৫ পিএম

অনলাইন ডেস্ক: অতীতের যেকোনো সময়ের তুলনায় তিন বাহিনীর অভ্যন্তরীণ সম্পর্ক এখন অনেক দৃঢ় বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে তিন বাহিনী একসাথে কাজ করবে বলেও জানান তিনি। বুধবার যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব বলেন নৌবাহিনী প্রধান। এদিন, এক জন মহিলা অফিসার ক্যাডেটসহ ৪৫জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই দীপ্ত স্লোগানকে ধারণ করে বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলো একঝাঁক তরুণ কর্মকর্তা। এ উপলক্ষে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বুধবার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এ কুচকাওয়াজের মাধ্যমে একজন মহিলা অফিসার ক্যাডেটসহ ৪৫জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের হাতে পদক এবং ফ্লাইং ব্যাজ তুলে দেয়া হয়।

এদিন, আকাশে লাল-সবুজের আভা ছড়িয়ে মনোজ্ঞ ফ্লাইপাস্টের কৌশল দেখান বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা। ছিল আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে ও বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রুপার হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং।

প্রধান অতিথির বক্তব্যে, প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নৌবাহিনী প্রধান।

বিশ্বব্যাপী সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বি¯তৃত হয়েছে উল্লেখ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা আরো দক্ষ ও যুগোপযোগী করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫