
		দেশের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনতে অনেকে যাচ্ছে খামারে। হাটে পশুর জরুরি চিকিৎসায় রয়েছে মেডিকেল টিম। এদিকে, এবার গরুর দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা। অসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। কিশোরগঞ্জে খামারী ও কৃষকরা গরু ও ছাগল নিয়ে হাটে আসতে শুরু করেছেন। ক্রেতাদের নজর কাড়ছে শাহরুখ খান, জায়েদ খান, ডিপজলসহ বাহারি নামের গরু।
খামারের পাশাপাশি বাড়িতেও দেশীয় পদ্ধতিতে গরু পরিচর্যা করেছেন কৃষকরা। কেউ কেউ বাড়িতেই বিক্রি করছেন কোরবানীর পশু। এবার দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা। আর ভালো দাম পাওয়ার আশা খামারীদের। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পন্ডিত জানালেন, গবাদী পশুর রোগ নির্ণয়ে হাটে ৪০টি মেডিকেল টিম কাজ করছে।
এদিকে, হবিগঞ্জেও কোরবানীর পশু বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে অনলাইন ও অফলাইনে পশু বিক্রির ব্যবস্থা রেখেছেন খামারীরা।
এছড়া পশু উঠতে শুরু করেছে হাটগুলোতেও। ঈদের আরও কিছুদিন দেরী থাকলেও পছন্দের পশু কিনতে এখনই হাট থেকে হাটে ঘুরছেন ক্রেতারা।
হাটে গবাদি পশুর রোগ নির্ণয়ে মেডিকেল টিম কাজ করছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল কাদের।
এদিকে, টাঙ্গাইলের নাগরপুরে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে ১ হাজার কেজি ওজনের ‘রাজা বাবু’। তিন বছর ধরে গরুটিকে লালন পালন করছেন খামারি আব্দুল কাদের। ‘রাজা বাবু’ দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। সময় বাড়ার সাথে সাথে পশু বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন খামারীরা।
মন্তব্য করুন