
		বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেই সাথে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাসসহ আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশালে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ঝরে। এতে সারাদেশের তাপমাত্রা কমে এসেছে।
রাজধানীতেও সকাল থেকেই বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন এলাকায় জলযট আর যানজটে ভোগান্তি বেড়েছে। ভোগান্তিতে পড়ে অফিস, স্কুল ও কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষ।
একইসাথে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি চলবে আরও কয়েকদিন। এদিকে, বরিশালে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে। খুলনায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে নৌ বন্দরে পণ্য ওঠানামা ও যাত্রীবাহী লঞ্চ।
সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখে আবহাওয়া অফিস। সেইসাথে সবক’টি নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছ।
মন্তব্য করুন