
		চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নাচোল উপজেলার নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়। ভয়াবহ ঝড়ে বিদ্যালয়ের মাটির তৈরি দুটি টিনশেড ঘরের শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও অন্যান্য শিক্ষা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম।
এটি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়। ১৯৭৩ সালে নির্মিত বিদ্যালয়টি বিগত ৫২ বছর ধরে মাটির ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। এতো বছরেও তৈরি হয়নি পাকা ভবন। এবারের ঝড়ে অনেকটাই স্থবির হয়ে পড়েছে পাঠদান কার্যক্রম।
সাম্প্রতিক কাল বৈশাখী ঝড়ে উড়ে গেছে মাটি তৈরী স্কুলটির টিনের চাল। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে দরজা-জানালা, ফ্যান, টেবিল-চেয়ার, বেঞ্চসহ আসবাব। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম।
দীর্ঘদিনের মাটির ঘরের এই বিদ্যালয়ে এবার পাকা ভবন নির্মাণের দাবি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর।
বিদ্যালয়টির সংস্কার ও পাকা ভবন নির্মানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার।
মন্তব্য করুন