মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা হঠাৎ অচেতন, এলাকায় আতঙ্ক

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

বাইরে মুশলধারায় বৃষ্টি হচ্ছে। অফিসের দৈন্দিন কার্যক্রমও শেষ। বেলা ১টা থেকে সোয়া ১টা। গ্রাহকরা এসেছেন তাদের প্রতিদিন কাজ সাড়তে। কিন্তু হঠাৎ তারা অন্যরকম এক ঘটনার মুখোমুখি হোন। কিছু বুঝে উঠতে না পেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। আসলে কি ঘটেছিল সেখানে?

কিশোরগঞ্জের কুলিয়ারচরের সদর থানা রোড এলাকায় হাবিব কমপ্লেক্সের দোতলা। এখানে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা। বাজিতপুর উপজেলার আইএফআইসি’র শাখার অধীনে তিন বছর আগ থেকে এখানে উপ-শাখাটি চালু হয়। এখানে ছয় কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১ জুন রবিবার দুপুর পৌনে ১টা থেকে সোয়া ১টার দিকে কয়েকজন গ্রাহক সেখানে গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন অচেতন হয়ে পড়ে আছেন। ভেতরে অন্যান্য কর্মকর্তারাও যার যার জায়গায় অচেতন। তারা সবাই বমি করছিলেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে আসে পুলিশ। এ সময় ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙ্গা দেখতে পান তারা।

অসুস্থরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জাহান খান, সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা রহমান, নিরাপত্তাকর্মী কামাল হোসেনসহ আরো একজন। এর মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অন্যদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের ধারণা, টাকা পয়সা লুট করতেই অপরাধী চক্র কর্মকর্তা-কর্মচারিদের কোনো কিছু প্রয়োগ করে অচেতন করে থাকতে পারে। ভক্সপপ: প্রত্যক্ষদশী ঘটনার পর ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ থাকায় ব্যাংকের কার্যক্রম স্থগিত করা হয়। শাখা থেকে কোনো টাকা-পয়সা খোয়া যায়নি বলে দাবি করেছে প্রশাসনিক কর্মকর্তারা।

ঘটনার পর ব্যাংক ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। চিকিৎসকের ধারণা বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের অচেতন করা হয়ে থাকতে পারে।

ঘটনার পর ব্যাংকের কার্যক্রম স্থগিত করা হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার রহস্য উম্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত আছে বলে জানান কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানায় বেলা সাড়ে ১২টার দিকে বাইরে থেকে সন্দেহভাজন এক লোক ব্যাংকে প্রবেশ করে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ তিন কর্মকর্তা এবং পরে দুই গার্ডও অচেতন হয়ে পড়েন। সন্দেহভাজন ওই লোকটির সন্ধান করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫