
		প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে কোস্ট গার্ড ও কাস্টমস্ এর যৌথ অভিযানে জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কাস্টমস্ এর সমন্বয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া হতে ঢাকাগামী সন্দেহজনক একটি কালো মাইক্রোবাস তল¬াশি করা হয়। এসময় শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ৯ হাজার ৭ শত ১৮ পিস মোবাইলের ডিসপ্লে¬ জব্দ করা হয়। এর আর্থিক মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
মন্তব্য করুন