
		রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদ্রাসার ওজুখানার পাশে পানির ট্যাংক ভেঙে পড়ায় কানিজ ফাতেমা (১৩) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক ছাত্রী মিম আক্তার (১৪)। মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে মক্তব বিভাগে পড়তো। আহত মিম আক্তার একই উপজেলার পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে এবং হেফজ বিভাগে অধ্যয়নরত। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, “ফজরের নামাজের প্রস্তুতি নিতে ওজু করতে গেলে হঠাৎ ওজুখানার পাশে স্থাপিত এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি খুঁটি ভেঙে দুই ছাত্রীর ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় কানিজ ফাতেমা। আহত মিম আক্তারকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই লেগেছে। বর্তমানে সে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছে।” বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
মন্তব্য করুন