
		ঈদযাত্রায় চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের ভোগান্তি নেই। তবে ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক জায়গায় ফাটল, গর্ত থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি নিরসনে সোচ্চার হাইওয়ে থানা পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াত করে দেশের ১৭ জেলার মানুষ। ঈদ যাত্রায় এই দুই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে বহুগুন। দেশের ব্যস্ততম দুই মহাসড়কের বিভিন্ন স্থানে ইউটার্ন নির্মাণ করায় কমেছে যানজট। এবার যাত্রীদের চলাচল নির্বিঘœ করতে নারায়ণগঞ্জ অংশের ১১ টি পয়েন্টে সোচ্চার থাকবে হাইওয়ে পুলিশ।
তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট না হলেও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যাত্রীরা একটু দুর্ভোগে পড়েছেন। কারণ দুই লেনের এ মহাসড়কে রূপসী, তারাব ও বরপা এলাকায় রয়েছে বড় বড় গর্ত।
যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে নানা উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগও।মহাসড়কে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন