
		ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সচল থাকবে পাসপোর্টধারীদের চলাচল। বৃহস্পতিবার (৫ই জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। সাজেদুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটিতে সরকারিভাবে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তারপরই দুই দেশের ব্যবসায়ীরা আলোচনার ভিত্তিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামী (১৫ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। বেনাপোল বন্দরের পরিচালক ট্রাফিক মো. শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
মন্তব্য করুন