
		আগামীকাল পবিত্র ঈদুল আযহা। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। চুয়াডাঙ্গায় ছোট বড় মিলিয়ে ৮টি পশুর হাটে চলছে বেচা-কেনা। হবিগঞ্জে ক্রেতা-বিক্রেতার সমাগমে পশুর হাট জমে উঠলেও গরু বিক্রি হচ্ছে কম।
চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুরবানির পশু কিনতে আগ্রহী ক্রেতারা হাটে ভিড় করছেন। পশুর দাম নিয়ে বিক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও ক্রেতারা বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে পারার কথা জানিয়েছেন।
চুয়াডাঙ্গার সবচেয়ে বড় হাট আলমডাঙ্গা পশুহাট, যেখানে সবচেয়ে বেশি পশু বেচা-কেনা হয়। অন্যান্য হাটগুলোর মধ্যে রয়েছে, ডুগডুগি, শিয়ালমারি, গোকুল-খালি ও নয়মাইল ভূলটিয়া পশুহাট। পাশাপাশি কুরবানির পশু কেনাবেচায় অনলাইন প্ল্যাটফর্মও যুক্ত রয়েছে। তবে এবারে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর চুয়াডাঙ্গায় পশু বেচাকেনায় ১ হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হবে।
এদিকে ঈদুল আযহাকে সামনে রেখে শেষ মূহুর্তে হবিগঞ্জ জেলা-জুড়ে জমে উঠেছে পশুর হাট। তবে গরু বিক্রি হচ্ছে কম। এবার হাটে ভারতীয় গরু তেমন দেখা যায়নি।
বাজারে সার্বক্ষণিক তৎপর প্রশাসন। জাল নোট আদান প্রদান রোধে কাজ করেছে তারা। এছাড়া সাদা পোশাকে কাজ করছে পুলিশের টিম।
মন্তব্য করুন