
		ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর, টাঙ্গাইল ও বোনাপোলের কামাররা। কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার জন্য দা, ছুরি, বটি ও চাপাতির কদর বেড়েছে। তাই এসব সরঞ্জাম তৈরি, মেরামত ও বিক্রিতে সরগরম কামারপাড়া।
টাঙ্গাইলের কামারপাড়াগুলো এখন ব্যস্ততায় মুখর। কামাররা হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। কামারদের যেন দম ফেলারও সময় নেই। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত কাজ করছেন তারা।
ক্রেতারা বলেন, কোরবানীর পশু কাটার জিনিস কিনতেই এখানে আসা। আগের চেয়ে দাম অনেক বেশি বলে জানান তারা।
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির শব্দে সরগরম মাদারীপুরের কামারপাড়ায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্ম ব্যস্ততার কারণে দম ফেলারও যেন ফুসরত নেই কর্মকারদের। অন্যান্য বছরের চেয়ে এ বছর কাজের চাপ অনেক বেশি বলে জানান কামার শিল্পীরা।
এদিকে, যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার সবচেয়ে বড় কামার পট্টি নাভারণ রেল বাজারে এবং বেনাপোল ডব্লিউ মার্কেটের কামাররা এখন ব্যস্ত সময় পার করছেন। তবে কামার পট্টির দোকানিরা বলছেন, এ বছর লোহা আর কয়লার দাম বেশি হলেও সেই তুলনায় বেশি মজুরি নিতে পারছেন না তারা।
মন্তব্য করুন