মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লেখক লুৎফর রহমান শিক্ষা ফাউন্ডেশনের ম্যাগাজিন ও নতুন কমিটি গঠন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২৭ পিএম

লেখক লুৎফর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ছোট্ট সোনামনিদের ছড়া, কবিতা ও হামদ-নাত দিয়ে প্রকাশিত লিটল ম্যাগাজিন ও নবগঠিত কমিটির অভিষেক ২০২৫।

মঙ্গলবার (১০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে হলি চাইল্ড আইডিয়াল স্কুলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

শিশুদের মনে শিক্ষার আলো বিকশিত করতে শিক্ষা বিষয়ক লিটল ম্যাগাজিন ‘আলোকবির্তকার’ মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি লেখক লুৎফর রহমান শিক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়। ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি পদে আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক পদে নুরুল আলমকে দায়িত্ব দেয়া হয়।

এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া কয়েকটি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শামসুল আলম শাহীন।

এ সময় তিনি বলেন, পাঠ্য পুস্তকের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা লাভ করা খুবই জরুরি। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে বিভিন্ন সাংস্কৃতিক আনুষ্ঠানের মাধ্যমে নৈতিক শিক্ষা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে প্রতিটি শিক্ষককে নিরলসভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা লেখক লুৎফর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে সেভাবেই প্রস্তুত করতে হবে যেন আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা এগিয়ে থাকতে পারে। পড়াশোনার পাশাপাশি বেসিক জ্ঞান অর্জনের জন্যও আহবান জানান লুৎফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের অনলাইন এবং ডিজিটাল প্রধান এইচ এম নাহিয়ান ও ফিরোজ মিয়া সরকারি কলেজের হিসাব রক্ষক এমজে আরমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরার লাইফ প্রিপারেটরি স্কুলের শিক্ষক সুহেলী ফারজানা ববী, শায়েস্তাগঞ্জ নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বদরুজ্জামান, ইকুরা একাডেমির পরিচালক সাদরুল আলম, ফুলকুড়ি কিন্ডার গার্টেনের সভাপতি মোঃ নোয়াব মিয়াসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫