
		নীলফামারীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ জুন) জলঢাকা উপজেলার পেট্রোলপাম্প এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাছের আব্দুল্লাহ ফুয়াদের উপস্থিতিতে দুইটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বাস মালিক ও চালকদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার পরামর্শ দেন।
মন্তব্য করুন