মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যমুনা সেতুর ওপর গাড়ি বিকল, ২৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:০৯ পিএম

উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ সহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার (১৪ জুন) সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোর, ঝাঐল ওভার ব্রিজ হয়ে নলকা মোড় এবং সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যানবাহনের এই দীর্ঘ সারি দেখা যায়। প্রায় ২৫ কিলোমিটার জুড়ে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। যমুনা সেতুর উপরে তিন থেকে চারটি গাড়ি বিকল হবার কারণে এমন যানজট দেখা দিয়েছে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। গতকাল শুক্রবারের তুলনায় শনিবার ভোর থেকেই সহাসড়কে যানবাহনের চাপ বেশি দেখাযায়।

যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে উভয় লেনে যানজটে পড়েছে হাজারো যাত্রী। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি। ঈদের মৌসুমে স্বাভাবিক সময়ে এই সহাসড়কে প্রায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের চাপ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়। উত্তরবঙ্গের এই মহাসড়ক দিয়ে ঢাকার সাথে ২২ জেলার যানবাহনের যাতায়াত রয়েছে। মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট গাড়ি ট্রাক ও মোটরসাইকেল চলাচল করে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, যমুনা সেতুতে সকালে তিন থেকে চারটি যানবাহন বিকল হওয়ায় সেতু থেকে কড্ডার মোর পর্যন্ত যানজট রয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই যানজট দূর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫