
		মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে পুরান বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। এই কমিটির বিরোধিতা করেন সদর উপজেলা শ্রমিকদলের একাংশের সভাপতি শাকিল মুন্সি। এর জের ধরে গত ২৩ মার্চ রাতে শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা মোফাজ্জল মুন্সির ছেলে। এঘটনায় মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে কিছু আসামি গ্রেফতার হলেও অনেকেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শাকিলের স্বজন ও মামলার বাদীকে ভয়-ভীতি দেখাচ্ছে। এর প্রতিবাদ ও আসামিদের জামিন না দেয়ার দাবিতেই এই সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাডভোকেড জামিনুর রহমান মিঠু, জেলা শ্রমিকদলের সদস্য সচিব এ্যাডভোকেড অহিদুজ্জামান খান, মামলার বাদী ও নিহতের ভাই হাসান মুন্সিসহ অনেকে।
মন্তব্য করুন