মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিভিন্ন জেলায় শুরু হয়েছে নদী ভাঙন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:৩৯ এএম

নদ-নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। বরিশাল, ঝালকাঠি, নেত্রকোনা ও পিরোজপুরে এক হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। অনেকে আশ্রয় নিয়ে বাঁধে কিংবা সড়কের পাশে খোলা আকাশের নিচে। বর্ষা শুরুতেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে নদী ভাঙন। উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতুর পূর্ব পাড়। এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকশ’ বসত। দিশেহারা তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা। এদিকে, ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, আতাকাঠি, দেউরী গ্রামে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদীতে বিলিন হওয়ার পথে। ভেঙে গেছে তিন কিলোমিটার বেড়িবাঁধ। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় এখন খোলা আকাশের নীচে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একে এম নিলয় পাশা। এদিকে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণার আটপাড়ায় মগড়া নদী ভাঙছে। গায়াতলা, ভরতোষী, কালিয়াকালি ,নাজিরগঞ্জ, বাউশা এলাকায় ভাঙনে বিলীন হয়েছে বহু বসতভিটা, দোকান-পাট ও স্থাপনা। ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। ভাঙন রোধের উদ্যোগ নেয়ার আশ্বস দিয়েছেন নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। এদিকে, ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর ভাঙনে শতশত বসত বাড়ীঘর, কৃষি জমি, স্থাপনা ও রাস্তাঘাট বিলীন হচ্ছে। আতঙ্কে রাত জেগে থাকে নদী পাড়ের বাসিন্দারা। বাড়ীঘর রেখে এলাকা ছেড়েছে অনেক পরিবার। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় বচ্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে সংশিষ্টরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচ গেইট নির্মান না করলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫