
		বাগেরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ ছয়টি খাল এখন প্রভাবশালীদের দখলে। খালগুলো দখল করে সেখানে নির্মাণ করা হয়েছে বহুতল ভবনসহ নানা স্থাপনা। এতে নাব্যতা হারিয়ে খালের জোয়ারভাটা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। দ্রুত বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে ভোগান্তি নিরসনের দাবি স্থানীয়দের। দখল, দূষণে নিশ্চিহ্ন হওয়ার পথে বাগেরহাট পৌরসভার খালগুলো। দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা হারানো খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া এসব খাল বেদখল করে নির্মাণ করা হয়েছে নানান অবৈধ স্থাপনা। এতে নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃত প্রায়। খালগুলোর যথাযথ তদারকি না থাকায় ময়লা আবর্জনায় ভরাট হয়ে দূষিত হচ্ছে পরিবেশ। এতে বর্ষা মৌসুমে রোগবালাইসহ বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাগেরহাট পৌরসভার সব খাল উদ্ধার করে পানির প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন