মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কে জানতো রেললাইনে বসে গল্প করাই ‘কাল’ হবে ৩ বন্ধুর?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানাধীন রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। নিহতরা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, নিহত ওই তিন যুবক রেল লাইনের উপর বসে মোবাইল দেখার পাশাপাশি আড্ডায় মেতেছিলো। ট্রেন আসার বিষয়টি তারা টের পায়নি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিন জনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করেছি। হাসপাতালে আনার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয় বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫