
		চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন করেছে বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটি ও সাধারণ জনগণ।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফ্লাইওভারের পূর্বপাশে আন্ডারপাস নির্মাণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিকের সভাপতিত্বে জাহিদুল হোসেন বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসাইন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দল বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জানান, শিশু ও বয়স্ক মানুষের পক্ষে ফ্লাইওভার ব্যবহার করা সম্ভব নয়। তাই তাদের চলাচলের কথা চিন্তা করে আন্ডারপাস নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের সহায়তায় জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পথচারীদের পারাপারের ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়।
এ সময় বিষয়টি নিয়ে সড়ক জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়।
মন্তব্য করুন