মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সামনে নির্বাচন, জনকল্যাণে কাজ করুন: আলাল 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৯:০৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন, নেতাকর্মীরা যেন জনগণের পাশে থাকে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। সামনে জাতীয় নির্বাচন তাই নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

২২ জুন (রোববার) সিলেটের গোলাপগঞ্জে ফুলবাড়ী হাজীপুর লামাপাড়া বায়তুল মাহমুদে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব, ও সাবেক যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট-৬ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী টাওয়ার হেমলেটসের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ এ অনুষ্ঠান আয়োজন করেন।

অনুষ্ঠানের আয়োজক আ ম অহিদ আহমেদ তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার সৈনিকরা যদি সত্যিকার জাতীয়তাবাদী কর্মী হয়ে থাকে এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে তবে তারা কোনও অন্যায় করতে পারে না বা অন্যায়ের অংশীদার হতে পারে না। দলের নেতাকর্মীদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু ভিন্ন পথের সুযোগ নাই। বিএনপি একটি বড় দল তাই দলের মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক কিন্তু প্রতিহিংসা কোনভাবেই কাম্য নয়। দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা দুর্নীতিবাজদের কোন ঠাঁই নাই, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মাহিদুর রহমান। বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপিসহ সভাপতি মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫