
		বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়শ্রী গ্রামের মৃত কাজী আহমেদ হোসেনের পুত্র কাজী আবু তালেব (৫০) কে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গেল শনিবার (২১ জুন) রাত ৯ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাজু পাম্প এলাকা থেকে একদল দুর্বৃত্ত কালো মাইক্রোবাস করে তাকে উঠিয়ে নিয়ে যায় বলে কৃষকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এরইমধ্যে তিনদিন পেরিয়ে গেলেও নিখোঁজ রয়েছন ওই কৃষক। এ বিষয়ে অপহরণের দিন রাতেই কৃষক আবু তালেবের স্বজনরা উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একদিন পর রবিবার দুপুরে সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়।
নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও অপহরণের বিষয়ে পুলিশ কোনও তথ্য দিতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছে কৃষকের আত্মীয়-স্বজন।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস জানান, কৃষক আবু তালেব ওইদিন ধান বিক্রির নগদ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে জয়শ্রী বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে জমি বন্ধক রাখার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটা কালো মাইক্রোবাস তার গতিরোধ করে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, কাজী আবু তালেবকে অনতিবিলম্বে উদ্ধার করতে না পারলে মানববন্ধনসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, কৃষক কাজী আবু তালেব নিখোঁজ হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়েছে। কৃষককে উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন