
		বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেদে সম্প্রদায়ের লোক বহনকারী একটি ট্রাক পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের মোড়াকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরীয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে ২৩ জনই বেদে সম্প্রদায়ের সদস্য।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন ও যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। এমনকি অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়িগুলোও আটকা পড়ে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন