
		পটুয়াখালীতে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এই আয়োজনকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে বইছে উৎসবের হাওয়া। ব্যায়ামাগার মাঠসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। দলীয় পতাকা, ফেস্টুন ও শীর্ষ নেতাদের ছবিতে ভরে উঠেছে সম্মেলন প্রাঙ্গণ।
আগামীকাল ২ জুলাই অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নাম ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চরম উৎসাহ ও উদ্দীপনা। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের উপস্থিতিই তাদের প্রেরণা ও সাহস জোগায়।
নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ কর্মীদের মাঝে রয়েছে প্রবল আগ্রহ ও উৎসাহ। তৃণমূলের দাবি, যোগ্য নেতৃত্বের মাধ্যমে দলটি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এবারের সম্মেলনের বিশেষ দিক হচ্ছে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে। দলের নেতারা বলছেন, গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠন আরও শক্তিশালী হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ।
মন্তব্য করুন