
		কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এ সময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, ১ জুলাই সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় মিনারা বেগম নামের এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
একই সময়, খুরেরমুখ এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কথিত জমিলা বেগমের বাড়ির মুরগির খামারে সংরক্ষিত ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিনারা বেগম (৩৫), পিতা মৃত ছিদ্দিক আহমদ, আলীর ডেইল, সাবরাং, মোঃ কেফায়েত উল্লাহ (১৯), পিতা ফরিদ আলম, জমিলা বেগম (৫০), স্বামী মৃত আলী আহমদ, খুরেরমুখ, টেকনাফ। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন