
		পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে জেলায় বইছে রাজনৈতিক উৎসবের হাওয়া। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তারেক রহমান।
দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই সম্মেলনে সকাল থেকেই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে এসে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলনস্থল পরিণত হয়েছে মিলনমেলায়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ সকালে।
দলের শীর্ষ নেতারা জাতীয় সঙ্গীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী। সম্মেলন প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পতাকা, ব্যানার আর নেতাদের ছবিতে ছেয়ে যায় পুরো মাঠ এলাকা।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা বিএনপির নতুন কমিটি নির্বাচিত হবে। ফলাফল ঘোষণার পর নতুন নেতৃত্বের হাতে দলের দায়িত্ব হস্তান্তর করা হবে। নেতৃত্বের এই রদবদল বিএনপির পটুয়াখালী জেলা সংগঠনকে নতুন গতি দেবে এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাদের।
মন্তব্য করুন