
		ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক।
বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণানন্দধামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে। সব ধর্মের মানুষের বসবাস এই দেশে, তাই দেশের উন্নয়নেও অবদান সকলের।
শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম কার্যকরী পরিষদের আয়োজনে, ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে’র সভাপতিত্বে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ এবং কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি বলরাম দাশ অনুপম বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন