
		নেত্রকোনা শহরে জুলাই মাসে শহীদদের স্মরণে নির্ধারিত স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য পরিচালিত হয়েছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা।
প্রশাসনের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা সরে না যাওয়ায় বাধ্য হয়েই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযানে অংশগ্রহণকারী একজন কর্মকর্তা জানান, "স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য নির্ধারিত সরকারি জমিটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
স্থানীয়দের ভাষ্যমতে, অন্তত কয়েকটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে, হঠাৎ এই উচ্ছেদে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের একজন বলেন, "হঠাৎ করে এসেই সব ভেঙে দিল। কোনো প্রস্তুতির সময়ও পাইনি। এখন আমরা যাব কোথায়?"
ভুক্তভোগী বলেন, "আমাদের পরিবার এই দোকান থেকেই চলে। এখন একেবারে পথে বসে গেলাম। প্রশাসন যদি কিছু সময় দিত, কিছু ব্যবস্থা করত!"
এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক বলেন, "সরকারি জমি উদ্ধারে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। বারবার জানানো সত্ত্বেও অবৈধ দখলদাররা সরে না যাওয়ায় আইনগতভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। জনগণের স্বার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন জরুরি।"
উল্লেখ্য, জুলাই মাসে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা বহুদিন ধরেই চলমান ছিল। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন