মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হবিগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

হবিগঞ্জ শহরে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজার এলাকার ডেমেম্বর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, ভোররাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পারলে এক চোরবেশী যুবককে আটকানোর চেষ্টা করেন জনি। তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।

রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫