
		মাদারীপুরের শিবচরে "দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে এবার দেশি বিদেশি আম,কাঁঠাল, আখ,জামরুল,পেঁপে, পেয়ারাসহ নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন